Beautiful Bangladesh, School of Life

বিউটিফুল বাংলাদেশের নেপথ্য কাহিনি (গতকালের প্রথম আলো থেকে)

বাংলাদেশকে নিয়ে একটি প্রামান্য চিত্র তৈরী হবে। এখানে থাকবে না নেতিবাচক কোন কিছু । বিশ্বের সামনে একটি সুন্দর বাংলাদেশ এবং অপার সম্ভাবনাময় দেশকে তুলে ধরতে হবে । হ্যা, এটা বাংলাদেশটা যে আসলেই কত সুন্দর, কত কিছু আছে এখানে , যেকোন পর্যটক তা দেখে অবশ্যই মুগ্ধ হবেন । এর সঙ্গে আছে শিশুদের শিক্ষা নিশ্চিত করার ব্যাপারটিও । এমনি নানা ভাবনা থেকে বিশ্বকাপ ক্রিকেট এর উদ্বোধনী অনুষ্ঠানের জন্যে তৈ্রী হলো সাড়ে তিন মিনিটের প্রামান্য চিত্র ‘বিউটিফুল বাংলাদেশ’ । এটি পরিচালনা ও প্রযোজনা করেছেন গাজী শুভ্র ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রামান্য চিত্রটি দেখে অনেকেই অভিভূত হন । অনেকের মনেই প্রশ্ন জেগেছে , কার চোখ দিয়ে বিশ্ববাসী এই সুন্দর ও চমৎকার বাংলাদেশকে দেখেছে ? নিশ্চয় দেশের বাইরের কেও । না, পুরো কাজটাই করেছেন বাংলাদেশের ছেলেরা। শুভ্র বললেন , “ভালবাসতে না পারলে দেশটাকে সুন্দরভাবে সুন্দরভাবে দেখা সম্ভব নয়”। শুভ্র জানান , বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের গ্রের মাধ্যমে ১৬ জানুয়ারী তিনি এই প্রামান্যচিত্র নির্মাণের অনুমতি পান । কাজ শুরু হয় ১৯ জানুয়ারী । দৃশ্য ধারনের কাজ শুরু হয় কক্সবাজার থেকে । এরপর পর্জায়ক্রমে বান্দারবান , নীল গিরি , চট্রগ্রাম , কাপ্তাই , গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, বাগেরহাট , মংলা সুন্দরবন , খুলনা ,কুষ্টিয়া , মেহেরপুর , বগুড়া , পাহাড়পুর , ঢাকার লালবাগ কেল্লা , রাতের শহীদ মিনারের দৃশ্য ধারন করা হয় । কাজের মাঝপথে কাপ্তাই লেকে শুটিং এর সময় এক দুর্ঘটনায় নিহত হন প্রোডাকশন ব্যবস্থাপক জাহেদ । এ সময় তিন দিন কাজ বন্ধ ছিল । শুটিং – পরবর্তী পুরো কাজটা হয়েছে রেড ডট স্টুডিওতে । প্রামান্যচিত্রের ক্যামেরায় ছিলেন খস্রু। পুরো কাজটা শেষ করতে সময় লেগেছে ২৩ দিন , শুভ্র আরো জানান, বিশ্বকাপ ক্রিকেট চলার পরেও প্রামান্যচিত্রটি বিদেশি বিভিন্ন খেলার চ্যানেলে প্রায় প্রতিদিনই দেখানো হবে ।

বিউটিফুল বাংলাদেশ অরিজিনাল (টিভি থেকে না) 720p HD. ডাউনলোড সাইজ বেশী হবে।
http://www.youtube.com/watch?v=JpkpaOApDzU

আরো একটি

এবং আরো একটি

Related Posts

হোম সাতক্ষীরা, একটি স্বপ্নের শুরু

এডমিন ডেস্ক থেকে   হোম সাতক্ষীরা একটি স্বপ্ন, একটি স্বপ্নযাত্রার সূচনা । আমরা (আপনি সহ)Read More

সাতক্ষীরা আমার অহংকার

রোজ বাবু ( @rosebabu ) ভাইয়া আমার একটা ম্যাসেজের প্রতিউত্তরে যেটি লিখেছেন তার অনুমতি নিয়েRead More

ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ – সকল ভাষাশহীদকে

MD. AHADUZZAMAN NUR রক্ত দিয়ে মায়ের ভাষার অধিকার আদায়ের মাস ফেব্রুয়ারী । ১৯৪৭ সালে দ্বিজাতিRead More

One Comment to Beautiful Bangladesh, School of Life

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.