আমি আমার সাতক্ষীরাকে নিয়ে গর্ব করতেই পারি। কারণ-

[মূল লেখাঃ MD. AHADUZZAMAN NUR]

আমি আমার সাতক্ষীরাকে নিয়ে গর্ব করতেই পারি। কারণ-
১।মহান মুক্তিযুদ্ধের সময় ২য় শত্রুমুক্ত জেলা আমার সাতক্ষীরা।
২।বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা আমার সাতক্ষীরার শ্যামনগর।৩।একটা দেশের মোট আয়তনের ২৫% বন থাকা উচিত । বাংলাদেশের ৭টি জেলার মধ্যে আমার সাতক্ষীরা একটি।
৪।সম্ভাব্য বিশ্ব স প্তাশ্চর্য সুন্দরবনের অবস্থান আমার সাতক্ষীরায়।
৫।বাংলাদেশর ৭ম বড় জেলা আমার সাতক্ষীরা।
৬।বাংলাদেশের ২য় সর্বোচ্চ রপ্তানী আয় হয় হিমায়িত মাছ থেকে। সেটাতেও আমার সাতক্ষীরার বড় অবদান।
৭।ঢাকা বিশব্যবিদ্যালয়ে ছাএছাত্রীর সংখ্যার দিক দিয়ে আমার সাতক্ষীরার অবস্থান বর্তমানে ৫ম। অন্যান্য বিশ্ববিদ্যালয়েও একই অবস্থা।
৮।‘এক জেলা এক পন্য’ সম্ভাব্য রপ্তানীমুখী পন্যের মধ্যে আছে আমার সাতক্ষীরার টালি।বাংলাদেশের মাত্র তিনটি জেলা এতে নির্বাচিত হয়েছে।
৯।বাংলাদেশের অন্যতম শান্তি প্রিয় জেলা আমার সাতক্ষীরা।এখানে অন্যান্য জেলার থেকে মারামারি গন্ডগোল তুলনামুলকভাবে কম হয়।
১০।সাতক্ষীরার ঔল সারা বাংলাদেশ সমাদ্রিত।
১১। সাতক্ষীরার কুল এক নামে সবাই চেনে। কুলের সময় ঢাকাতে মিষ্টি কুল বলতে সাতক্ষীরার কুল ।
১২। সাতক্ষীরার প্যাড়া সন্দেশের কথা আর নাই বললাম।
১৩।সাতক্ষীরার মানুষের ধর্মীয় সম্প্রীতি অন্যান্য জেলার জন্য দৃষ্টান্ত স্বরুপ।
১৪।ধান,চাল,তরিতরকারি,মাছ,মাংস,ফল প্রায় সব কিছু সাতক্ষীরায় হয়। বলতে গেলে আমরা স্বয়ংসম্পূর্ণ।বাইরে থেকে খুব কম জিনিসই আনতে হয়।
তাহলে কেন আমি আমার সাতক্ষীরাকে নিয়ে গর্ব করবো না।একটা এলাকার উন্নয়নের জন্য যা যা দরকার তার সব কিছুই আছে আমাদের।তবে সব কিছুর পরও সাতক্ষীরার উন্নতি নেই কারন আমরা আমাদের সাতক্ষীরার জন্য খুব কম কাজ করি।কেউ ডাক্তার হলে এলাকায় যেতে চাই না, রোগী কম পাবো বলে।শিক্ষক হয়ে যেতে চাই না, কারন টিউশনীর টাকা কম। ইঞ্জিনিয়ার হয়ে যাওয়ার তো প্রশ্নই আসে না। রাজনীতিবিদরা ভাবে জেলার উন্নতি হলে তাদের লাভ কী? ভালোই তো আছি। আর সাধারণ মানুষ ভাবে দিনতো কেটে যাচ্ছে।এভাবে দিন যায়, মাস যায়, বছর ঘুরে যুগ যায়। আমরা আমাদের জায়গায় থাকি।তবুও স্বপ্ন দেখি আমরাও এক দিন এগিয়ে যাবো।আমাদের আগামী একদিন হয়তো সেই দিন নিয়ে আসবে। আসবেই।আসুন যার যার অবস্থানে থেকে যেভাবে পারি সাতক্ষীরার জন্য কিছু একটা করি।আগামী বছর-এর কাছে এটাই আমর প্রতাশ্যা।নতুন বছর সবার ভালো কাটুক এই প্রতাশ্যায়…………

Related Posts

হোম সাতক্ষীরা, একটি স্বপ্নের শুরু

এডমিন ডেস্ক থেকে   হোম সাতক্ষীরা একটি স্বপ্ন, একটি স্বপ্নযাত্রার সূচনা । আমরা (আপনি সহ)Read More

Beautiful Bangladesh, School of Life

বিউটিফুল বাংলাদেশের নেপথ্য কাহিনি (গতকালের প্রথম আলো থেকে) বাংলাদেশকে নিয়ে একটি প্রামান্য চিত্র তৈরী হবে।Read More

সাতক্ষীরা আমার অহংকার

রোজ বাবু ( @rosebabu ) ভাইয়া আমার একটা ম্যাসেজের প্রতিউত্তরে যেটি লিখেছেন তার অনুমতি নিয়েRead More

2 Comments to আমি আমার সাতক্ষীরাকে নিয়ে গর্ব করতেই পারি। কারণ-

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.