হোম সাতক্ষীরার প্রথম বছরে সেরা যারা (২৯ জুন ২০১০ থেকে ২৮ জুন ২০১১)

হোম সাতক্ষীরার দ্বিতীয় বর্ষে পদার্পন উপলক্ষ্যে আমরা সবকিছুই ছেড়ে দিয়েছিলাম আপনাদের উপর, আপনারা অনেক উৎসাহ যুগিয়েছেন যদিও আরো একটু বেশী উচ্ছ্বাস দেখানোর সুযোগ আমাদের সবার ছিল। দু একটা আয়োজনও প্রত্যাশিত ছিল। যাইহোক বর্ষসেরা নির্বাচনের ক্ষেত্রে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। বিগত এক বছরের সমস্ত লেখা পড়ে সেরা নির্বাচন করাটা আসলেই অনেক দূরুহ। এক্ষেত্র আমাদের মডারেটর এবং অন্যতম সক্রিয় সদস্য হুমায়ুন কবির মিন্টু ভাই অনেক পরিশ্রম করেছেন। তাকে এবং আপনাদের সকলকে ধন্যবাদ।

আমরা ছোট্ট একটি অনুরোধ রাখব আপনাদের কাছে। সাইটে ফেভারিট নামের একটা বাটন আছে। যদি কারো কোন লেখা, কমেন্ট আপনাদের ভাল লাগে তবে ফেভারিট লিস্টে একটু রেখে দিবেন। এক্ষেত্রে ফেভারিট বাটনটাতে একটা চাপ দিলেই হবে। তাহলে বছর শেষে আর সব লেখা পড়ে ভালগুলো খুঁজতে হবে না, ফেভারিট লিস্ট দেখলেই পেয়ে যাবেন।

আপনারা সবাই গুরুত্বপূর্ন ভূমিকা রেখাছেন সারা বছর জুড়ে। সবার প্রতি রইল হোম সাতক্ষীরার স্যালুট।

হোম সাতক্ষীরার প্রথম বছরে যারা সেরা হয়েছেনঃ

১। বর্ষসেরা আপডেট
আমি আমার সাতক্ষীরাকে নিয়ে গর্ব করতেই পারি…………
লেখকঃ আহাদুজ্জামান নূর

২। বর্ষসেরা কমেন্ট/রিপ্লে

bangali hoya hindi bolen kan? tao abar vul………….
লেখকঃ মালিহা মোহতাদী

রিপন ভাই, আপনি না হয় ১০০ টাকার সি এন জি ভাড়া ২৫০ টাকায় দিয়ে আরামে অফিসে গেলেন। কিন্তু আমরা ? হরতালের আগের দিন পল্টনের সামনে পাক্কা ১ ঘন্টা দাঁড়িয়ে তবে হাটতে হাটতে ফার্মগেট গেছি!! হায় ! সেইদিন বুঝছি কিছু মানুষ কত অসহায় হলে অসৎ হয়!!
লেখকঃ তাহমিদ

মা একটি নাম যা কখনও ভোলার নয় আমরা মায়ের কাছে থাকি তাই মাকে বুঝিনা ।
লেখকঃ মামুন

২পক্ষ সমান অপরাধী কিনা জানিনা। আপনি ধর্ম, সংস্কৃতি এসবের কথা কোন একজায়গায় বলেছেন কিন্তু কোন ধর্মেই যেমন খোলামেলা পোষাক পরার কথা বলা হয়নি তেমনি পরলে টিজ করার অনুমতিও দেওয়া হয়নি, আর আমাদের সংস্কৃতিতেও টিজিং পাওয়া যায়না। যে সব মেয়েরা মরছে তারা খুব মর্ডান ও না বরং যারা লজ্জার ভয়ে চুপচাপ থাকে তারাই বেশি টিজিং এর স্বীকার হচ্ছে মর্ডানদের চেয়ে।
লেখকঃ হুমায়ুন কবির মিন্টু

৩। বর্ষসেরা ফোরাম পোস্ট

ইভ টিজিং কে আমরা ঘৃনা করি, প্রতিবাদ করি, প্রতিরোধ করি
লেখকঃ আসমিনা হুসাইন আসমা
গ্রুপঃ সমসাময়িক প্রসঙ্গ

মুক্তিযুদ্ধে স্মরণীয় ইতিহাসের বরণীয় নারী
লেখকঃ আহাদুজ্জামান নূর
গ্রুপঃ জ্ঞানের দরবার

আত্মহত্যা! নিজের বিবেকের কাছে প্রশ্ন??
লেখকঃ আহাদুজ্জামান নূর
গ্রুপঃ সমসাময়িক প্রসঙ্গ

মা
লেখকঃ আহাদুজ্জামান নূর
গ্রুপঃআমার শৈশব / আমার ছেলেবেলা

৪। বর্ষসেরা গ্রুপ
জ্ঞানের দরবার
এডমিনঃ হুমায়ুন কবির মিন্টু

৫। বর্ষসেরা সদস্য
আহাদুজ্জামান নূর

৬। বর্ষসেরা পয়েন্টধারী
এম এ কে রিপন

৭। বর্ষসেরা ফোরাম পোস্ট রেটিংধারী
আহাদুজ্জামান নূর

৮। বর্ষসেরা ফান পোস্ট
মিয়াভাই এর সাক্ষাৎকার
সঞ্চালকঃ আসমিনা হুসাইন আসমা

৯। বর্ষসেরা চ্যাটারু
প্রনব কুমার ঘোষ
রিশতা

১০। বর্ষসেরা সংগ্রাহ
আব্দুল লতিফ
মীর সালাউদ্দিন (পরাগ)

(১০ নং পয়েন্টটি ঘোষনায় ছিল না, প্রাসাঙ্গিকতা বিবেচনা করে দেয়া হল)

প্রত্যেক সেরার জন্য হোম সাতক্ষীরার পক্ষ থেকে থাকছে ৫০০ পয়েন্ট গিফট। সবাইকে আমাদের অভিনন্দন।

 

Related Posts

হোম সাতক্ষীরার তৃতীয় বছর

আপনি এই লেখাটা দেখছেন কারন আপনি হোম সাতক্ষীরাকে ভালবাসেন। হোম সাতক্ষীরা আর কিছুদিন পরেই দ্বিতীয়Read More

আপনি হোম সাতক্ষীরায় আছেন?

11 Comments to হোম সাতক্ষীরার প্রথম বছরে সেরা যারা (২৯ জুন ২০১০ থেকে ২৮ জুন ২০১১)

  1. আমি অনেক ক্ষুদ্র একজন ব্লগার আই ব্লগে
    আমি এখানে খুব বেশি সৃজনশীল কিছু লেখার
    সময় অ সুযোগ কিছুই পাইনা
    ইচ্চা থাকলেও নেট এর স্পীড এর কারনে তা পারিনা ।
    তার পর অ ছোট্ট একটা জায়গা পাওয়ার
    জন্য সবাই কে ধন্যবাদ ।

  2. আমি হোম সাতক্ষীরার সম্মানিত সকল সদস্যদের জানায় প্রানঢালা শুভেচ্ছা
    আল্লাহ আপনাদের মনের ইচ্ছাগুলো পূরন করুক

  3. সবাই ভাল আছেন
    আমি ভাল নেই
    আমার মনের মানষ আমাকে শুধু কষ্ট দেয়
    আপনারা আমার জন্য দোয়া করবেন

  4. সেরা সবাইকে অভিনন্দন, আশা করি এখন থেকে সবার মধ্যে অনেক প্রতিযোগীতা হবে সেরা হওয়ার জন্য,ভাল কিছু করার জন্য……প্রিয় সাতক্ষীরা কে সামনে নিয়ে যাওয়ার জন্য…

  5. লেখা এবং লেখক কে দেখতে চাইলে লিংক/লেখার উপর ক্লিক করলেই হবে। প্রথম বারের মত এ আয়োজনে ভুল ত্রুটি থাকতে পারে। আশা করি সবাই সেগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.