হোম সাতক্ষীরার তৃতীয় বছর

আপনি এই লেখাটা দেখছেন কারন আপনি হোম সাতক্ষীরাকে ভালবাসেন। হোম সাতক্ষীরা আর কিছুদিন পরেই দ্বিতীয় বছর ছেড়ে তৃতীয় বছরে পা দিবে। একটি জেলার মানুষদের এক মঞ্চে নিয়ে আসার জন্য, সাতক্ষীরার জন্য ভাল কিছু করার তাগিদ থেকে হোম সাতক্ষীরা শুরু হয়েছিল। জুন মাসের ২৯ তারিখ হোম সাতক্ষীরার জন্মদিন।  এই জন্মদিনের মধ্য দিয়ে হোম সাতক্ষীরা তৃতীয় বছর শুরু করবে। এই দুই বছরে নানা পরিবর্তনের মধ্য দিয়ে আমরা আগ্রসর হয়েছি। কিন্তু আমাদের নীতি থেকে আমরা বিচ্যুত হইনি। এখানে ধর্মীয়, রাজনৈতিক ভেদাভেদ নিষিদ্ধ। আমরা তা বজায় রাখতে সর্বোত সচেষ্ট। নিরপেক্ষতা ও মানের প্রশ্নে আমরা আপোষহীন থাকার চেষ্টা করেছি সবসময়।  সাম্প্রতিক সময়ে হোম সাতক্ষীরার এক্টিভিটি কিছুটা কমে গেছে সক্রিয় সদস্যদের নিষ্ক্রয়তার কারনে। আমরা আশা করব এই  অবস্থার পরিবর্তন হয়ে হোম সাতক্ষীরা আরো বেশী মানুষের কাছে পৌঁছাবে।

এই ছবিটি আপনারা আপনাদের ফেসবুকের কাভার হিসাবে ব্যবহার করে হোম সাতক্ষীরার প্রচারে অংশ নিতে পারেন।

আমাদের পক্ষ থেকে আমরা বর্ষসেরা কিছু বিষয় মূল্যায়ন করব, কিন্তু ভার্চুয়াল ছাড়া বস্তুগত কোন উপহার হয়ত দিতে পারব না। আমরা আশা করছি আপনাদের ভিতর থেকে কিছু পুরষ্কারের ঘোষনা আসবে। আমরা যে বিষয়গুলো মূল্যায়ন করবঃ

বর্ষসেরা আপডেট
বর্ষসেরা কমেন্ট/রিপ্লে
বর্ষসেরা ফোরাম পোস্ট
বর্ষসেরা গ্রুপ
বর্ষসেরা সদস্য
বর্ষসেরা পয়েন্টধারী
বর্ষসেরা ফোরাম পোস্ট রেটিংধারী
বর্ষসেরা ফান পোস্ট
বর্ষসেরা চ্যাটারু
বর্ষসেরা সংগ্রাহক

গতবছরের মতই এবছরও আমাদের সবার প্রিয় হুমায়ুন কবির মিন্টু কে বিচারকের দায়িত্ব পালনের জন্য অনুরোধ করছি। তিনি ইচ্ছা করলে অন্য কাউকে সঙ্গে নিতে পারেন।  হোম সাতক্ষীরার সকল সদস্যবৃন্দকে অনুরোধ করছি, এ বিষয়ক ফোরাম পোস্টটিতে আপনাদের দৃষ্টিতে সেরা কোনগুলো তার লিংক দিয়ে সহযোগীতা করবেন।

হ্যাপী কানেকটিং


Related Posts

আপনি হোম সাতক্ষীরায় আছেন?

হোম সাতক্ষীরার প্রথম বছরে সেরা যারা (২৯ জুন ২০১০ থেকে ২৮ জুন ২০১১)

হোম সাতক্ষীরার দ্বিতীয় বর্ষে পদার্পন উপলক্ষ্যে আমরা সবকিছুই ছেড়ে দিয়েছিলাম আপনাদের উপর, আপনারা অনেক উৎসাহRead More

One Comment to হোম সাতক্ষীরার তৃতীয় বছর

  1. (কিন্তু ভার্চুয়াল ছাড়া বস্তুগত কোন উপহার হয়ত দিতে পারব না।)

    amra TO VIRTUAL kono Gift Pawar ASA Korina Amaer Jelar AMAR MA MATI Manus Ke Valobese kisu Korar ASA kori

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.